অামরা কি সত্যি সমাজকর্মী...? 

"অামরা "সামাজিক নীরিক্ষক",   সরকার কর্তৃক প্রেরিত সকল প্রকল্পের টাকা উপভোক্তারা সঠিক পাচ্ছে কিনা তা দেখে রিপোর্ট দেওয়াই অামাদের কাজ।  কিন্তু তার পরেও অার কোনো সামাজিক দায়িত্ব নেই অামাদের। এমনই একটি দিনের কাজের অভিঞ্জতা......"

VRP :- বাড়িতে কে অাছেন?
গৃহকর্ত্রী  :- কে...?
VRP:- অামরা BDO থেকে অাসছি। ইসমাইল মোল্লা কে...?
গৃহকর্ত্রী :- অামার শ্বশুর।  কেন..?
VRP:- ও.. উনি কোথায়..?
গৃহকর্ত্রী :- ওই তো ঘরের মধ্যে...। বাবা...  বাইরে অাসুন।
উপভোক্তা:- কি ব্যাপার বৌমা?  এরা কারা..?
গৃহকর্ত্রী :-বলছে তো BDO থেকে অাসছেন, দেখুন না অাপনি।
VRP:- অাপনি ইসমাইল মোল্লা..?
উপভোক্তা:- হ্যাঁ অামি।
VRP:- অাপনি বেঁচে অাছেন তো..? মানে অাপনি বার্ধক্যভাতা পান তো..?
উপভোক্তা:- হ্যাঁ পাই, কিন্তু মাত্র ৪০০ টাকা করে দেয়,  এতে কি চলে বলুন। অার একটু টাকা বাড়ালে ভালো হতো।
VRP:- অাপনি টাকা না পেলে বলুন, তা ছাড়া অামরা কিছু করতে পারব না।
উপভোক্তা:- ও... ঠিক অাছে।
উপভোক্তার প্রতিবেশিনী :- অামার শ্বশুরের তো ৬৫ বছর বয়স একটা বয়স্কভাতা করে দেওয়া যায় না..??
VRP:- অামরা এ বিষয়ে কিছু বলতে পারব না।
উপভোক্তা প্রতিবেশিনী :- ও... ও গুলো তোমাদের চোখে পড়ে না..?  না দেখতে পাও না..? বড়ো নোকেগার খালি দেবে..? দাও ওই তো তোমাদের বিচার!

অামরা উপভোক্তার বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়লাম। ততক্ষণে অামাদের চারপাশে অাসেপাশের লোকজন জড়ো হয়ে কৌতূহল চোখে তাকিয়ে অাছে। কেউ অাবার কৌতূহল চেপে না রাখতে  পেরে জিঞ্জাসা করেই ফেলল।
" অামার নাম টা অাছে কিনা একটু দেখুন না...?" কেউ বা অাবার বলছে " অামার ঘরের লিস্টে নাম অাছে কিন্তু এখনো টাকা অাসেনি.. কি বলব দাদা পার্টীপাল্লা কল নাম টা কেটে দেছে মনে হয়"

 -- প্রশ্নগুলো অামাদের কাছে অপ্রাসঙ্গিক কিন্তু অামরা উৎসুক জনতার কাছে বড্ড প্রাসঙ্গিক। অামরা তথ্য নিতে এবং দিতে পারি এর চেয়ে বেশি কাজ অামাদের অধিকারের বাইরে, অামরা যে সামাজিক নীরিক্ষক উত্তর দেওয়া অামাদের কাজ নয়, উত্তর নেওয়া অামাদের কাজ।

Comments

Popular posts from this blog