যারা অামাদের কথা বোঝে*

প্রতিদিনের  মতোই অামি অার অামার সহকর্মী হেমন্ত বেরিয়ে পড়লাম social work করতে। মুলত ডেঙ্গু নিয়েই সচেতন করা অার গ্রামের মানুষ কেমন অাছে তার খোঁজখবর নেওয়া এবং দিনের শেষে একটা তথ্য দেওয়াই অামাদের কাজ। সেদিন সবে মাত্র ১০ টা বাড়ি তথ্য নিয়েছি পরের বাড়িটায় ঢুকতে যাব এমন সময় দেখি একটা কুকুর ঘেউঘেউ করছে দরজার সামনে....। অামরা তো ভয় পেলাম কিন্তু তবুও একটু সাহস করে বাড়ির কর্তাকে ডাক দিলাম। ব্যাস... কুকুর টি তখন একেবারে হিংস্র বাঘের মতো লাফ দিয়ে সামনে এসে প্রচন্ড স্বরে ডাকতে অারম্ভ করল। অামরা তো এক লাফে রাস্তায় এসে হাজির। কিন্তু কুকুরটিও ছাড়বার পাত্র নয়,  হেমন্ত একটু হাসি হাসি মুখ করে কুকুর কে বলল..---" যা, যা বাবু সোনা...অারে অামরা চোর নই.. তোর মালিক কে মশা তাড়াবার জন্য সচেতন করতে এসেছি..। কামড়াস না ভাই... দেখ অামরা ৪ মাস ধরে মাহিনা পাইনি।  অনেক কষ্ট করে  খুব সামান্য বেতনে এই মশা মারা চাকরী টা জোগাড় করেছি। Please  তুই এভাবে কামড়ে দিয়ে অামাদের  বিপদে ফেলিস না।"
কুকুরটি শান্ত হয়ে ঘ্যাও ঘ্যাও করতে করতে অামাদের পায়ের সামনে এসে শুয়ে পড়ল।  হেমন্ত তার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল -- "তুই কুকুর হয়ে যেটা বুঝতে পারলি ওরা মানুষ হয়েও সেটা বুঝতে পারল না!! এটাই  বড়ো অাফশোস!!!

Comments

Popular posts from this blog